Home সারাদেশ নাগরপুর উপজেলা পরিদর্শনে নবনিযুক্ত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম

নাগরপুর উপজেলা পরিদর্শনে নবনিযুক্ত জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম

131

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম। সোমবার (২১ আগস্ট) সকালে স্মারক ৭১ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নাগরপুর উপজেলা পরিদর্শনে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সাবেক একান্ত সচিব এই সিনিয়র কর্মকর্তা। প্রথমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরবর্তীতে সানিডেল কিন্ডারগার্টেন বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন, মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময়, নবনির্মিত আনসার ব্যারাক শেড উদ্বোধন, আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সহ বিকালে নাগরপুর জমিদার বাড়ি, উপেন্দ্র সরোবর দিঘি ও কাঠুরী শিব মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল হক বাবু, নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন সহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, শিক্ষক বৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।

মোহাম্মদ কায়ছারুল ইসলাম ১৯৭৭ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ জেলায় মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন। তিনি ইংরেজি সাহিত্যে পড়ালেখা করেন। এরপর ২০০৮ সালে ২৭তম বিসিএসে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদান করেন করেন। এ রপর মাঠ প্রসাশনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।