Home জাতীয় দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

দেওয়ানগঞ্জে যমুনার পানি বিপদসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবিত

27

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়েছে। ১ সেপ্টেম্বর সকালে যমুনার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

জানা গেছে, যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম নদ-নদীর পানি বাড়ায় উপজেলার পৌরশহর, চুকাইবাড়ী, চিকাজানি, বাহাদুরাবাদ, সদর ইউনিয়নসহ ৮টি ইউনিয়নের নদী র্তীরবর্তী নিম্নাঞ্চল ও দুর্গম চরাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার চুকাইবাড়ী ও চিকাজানি ইউনিয়নের আংশিক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পরেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, পানি বৃদ্ধি থাকায় উপজেলার ১ হাজার ৮০ হেক্টর জমির রোপা আমন ও বীজতলা পানির নিচে নিমজ্জিত রয়েছে। পানি বৃদ্ধি থাকায় উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।