Home রাজনীতি দু’সপ্তাহের কর্মসুচি দিয়েছে বিএনপি

দু’সপ্তাহের কর্মসুচি দিয়েছে বিএনপি

30

সুব্রত সানা: নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দু’সপ্তাহের কর্মসুচি দিয়েছে বিএনপি। আজ গুলশান বিএনপি চেয়ারপানসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কমসুচি ঘোষনা করেন দলটির মহসচিব মির্জা ফকরুল ইলাম আলমগীর।
তিনি আরও জানান, কর্মসুচি মহানগর, জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ, হাটসভার মাধ্যমে পালন করবে বিএনপি।
তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুরে ২ টায় বিক্ষোভ সমাবেশ। তবে বেনু এখনি ঠিখ হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা চেয়েছি আমাদের পার্টি অফিসের সামনে। যদি সেটা পাওয়া যায় সেখানে হবে না হলে প্রেসক্লাবের সামনে হবে।
২৮ ফেব্রুয়ারি বিভাগীর সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে।

২ মার্চ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও ৫ মার্চ সকল উপজেলা পর্যায়ে সমাবেশ করবে।
৬ মার্চ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনষ্ঠিত হবে। ৮ মার্চ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে।
১০ মার্চ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে কৃষকদল। ১২ মার্চ সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা।
১৪ মার্চ মহিলা দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ আর ১৫ মার্চ তাতীদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।