Home রাজনীতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাসদ গণহত্যা দিবস পালন করেছে

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাসদ গণহত্যা দিবস পালন করেছে

47

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৯ মাসব্যাপী বাঙালি জাতির উপর সংঘটিত নির্বিচার গণহত্যায় নিহত শহীদদের স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ২৫ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘গণহত্যা দিবস’ কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল জাসদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর পশ্চিম কমিটি সকাল ৯:৩০ টায় মিরপুর জল্লাদখানা বধ্যভূমি এবং জাসদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিন কমিটি সকাল ১০:৩০টায় রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।

এছাড়াও জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬:১৫টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোক প্রজ্জ্বলন করা হয়। এ কর্মসূচিতে সমবেত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মুক্তিযুদ্ধে গণশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘২৫ মার্চ’কে রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ ঘোষণা, গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জণে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি অচিহ্নিত ও অরক্ষিত গণহত্যার স্মৃতিবিজড়িত স্থান/বধ্যভূমিগুলো চিহ্নিত ও সংরক্ষিত, গণশহীদদের নামের তালিকা প্রণয়ন ও নামফলক উন্মোচন, গণশহীদ পরিবারের সাথে রাষ্ট্রের পক্ষ থেকে যোগাযোগ করা এবং সম্মাননা প্রদান করার দাবি জানান।