Home রাজনীতি দল অনেক ধারা দু’টো

দল অনেক ধারা দু’টো

24

স্টাফ রিপোটার: ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বাংলাদেশ টিকে আছে মেহনতি মানুষের জন্য। টিকেও থাকবে তাদের ওপর ভর করে। বাসদ আহবায়ক বিপ্লবী কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৫ম মৃত্যু বাষিকীতে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঔপনিবেশিক আমলের মতো স্বাধীনতার পরের শাসকেরা বা ধনীরাও দেশের মেহনতি মানুষের রক্ত পানি করা টাকা বিদেশে পাচার করছে। এতে দেশের অর্থনীতি ভয়ংকর ঝুঁকিতে পড়েছে। বুর্জোয়া রাজনীতি ঔপনিবেশিক ধারা ভাঙ্গতে পারবেনা। পৃথিবী ভয়ংকর বিপর্যয়ের মধ্যে জলবায়ু পরিবর্তনের নরকের দিকে অগ্রসর হচ্ছে।

তিনি আরও বলেন, মেধাবানরা নিজেদের জন্য কাজ করেন, তাদের সাহসী হতে দেখা যায়না। পরাজিতের মনোভাব সমাজতন্ত্রের সৈনিক আ ফ ম মাহবুবুল হকের মধ্যে ছিলনা। তাঁর মতো লোকের অভাবে বামপন্থী আন্দোলন জনগণের কাছে যেতে পারছেনা। শোষনের এই সমাজের পরিবর্তন ছাড়া দেশের মেহনতি মানুষের মুক্তি আসবে না।
এসময় অনেকের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহ আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণসংহতি আন্দোলনের সন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সাত্তার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কবি মোহন রায়হান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য বেলাল চৌধুরী ও বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু। সভাপতিত্ব করেন সাংবাদিক লেখক আবু সাঈদ খান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক সন্তোষ গুপ্ত, ঐক্য ন্যাপের সহ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া ও সাবেক বাসদ নেত্রী তাহেরা বেগম জলি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। পরিচালনা করেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন।

সকালে বাসদ কার্যলয়ের অস্থায়ী বেদীতে কমরেড মাহবুবুল হকের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে ৫ম মৃত্যু বার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী শুরু হয়।