Home সাহিত্য ও বিনোদন ” তোমার অলৌকিক উপস্থিতি “

” তোমার অলৌকিক উপস্থিতি “

22
।। গোলাম কবির ।। 

আমার চোখের সামনেই তোমার
অলৌকিক উপস্থিতি অথচ
তা আমি ছাড়া দ্যাখে না কেউ।

আমার ডানদিকে ফিরে তাকাই
যখন তখনও তুমি আছো সেই
একই বিস্ময়াভিভূত অনুভবে আমার।

বামদিকে তাকাই যখন তখনও
তুমি আছো আমার চেতনায়!
কী এক আশ্চর্য ভালোবাসার
অনুভুতিতে ভরে থাকে আমার মন।

সেই অপরূপ ভালোবাসার
ঝলসানো আগুনে পুড়ে যাই আমি
অথচ একটুও কষ্ট লাগে না বরং
এক অসম্ভব ভালোলাগার অনুভবে
ভরে থাকে মন আমার!

এ যেন এক নন্দিত নরক আমার!
যেখানে বারবার পুড়ে গিয়ে আবারও
আমি পরের বার পুড়ে যাবার জন্য
তৈরি হই সানন্দে! অতঃপর বুকের
খাঁচা খুলে দাঁড়াই যখন তখনও
দেখি সেই তুমিই বসে আছো
হৃদয়ের অলৌকিক সিংহাসনে!

সেই তো তুমিই ভালোবাসা আমার
অপার আনন্দ ও বেদনার,
পাওয়া এবং না পাওয়ার।