Home রাজনীতি তৃণমূলে নৌকার পালে হাওয়া, জুনের আগেই সারাদেশে সম্মেলন

তৃণমূলে নৌকার পালে হাওয়া, জুনের আগেই সারাদেশে সম্মেলন

28

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর। তিন বছর মেয়াদী কমিটির মেয়াদ ফুরোবে আগামী ডিসেম্বরে।
জাতীয় সম্মেলন ও নির্বাচন, বড়ো দুটি উপলক্ষ সামনে। দল গোছানোর পালা সম্পর্কে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, পুনর্গঠন একটা নিয়মিত প্রক্রিয়া। সারাবছরই বিভিন্ন মাত্রায় সাংগঠনিক তৎপরতা চলে। তবে যে কোনো কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কমিটি গঠন নিয়ে যে কর্মচাঞ্চল্য, সেটা নজর কাড়ে।
যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত পর্যন্ত কমিটি হালনাগাদের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
দলীয় সূত্রের খবর, ৩১মের মধ্যেই সম্মেলন শেষ করার প্রাথমিক নির্দেশনা দিয়েছে কেন্দ্র।
ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা কাজ করেছেন, অষ্টম ধাপের নির্বাচনের পর তাদের কর্মী-সমর্থকের পুরো তালিকাটাই দপ্তরে এসেছে বলে জানা গেছে। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা ছিলেন, তারাও হারাবেন পদ পদবী, শোনা যাচ্ছে এমন।
এ ব্যাপারে জানতে চাইলে মাহবুব উল আলম হানিফ বলেন, বিদ্রোহীদের ব্যাপারে আগেরই সিদ্ধান্ত বহাল।-আমাদের সময়.কম