আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকার তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। আঙ্কারা সুইডেনের ন্যাটো সদস্যপদ অনুমোদনের পর শুক্রবার ২৩ বিলিয়ন ডলারের একটি চুক্তি ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর।
মার্কিন আইন অনুযায়ী পররাষ্ট্র দফতর কংগ্রেসকে চুক্তির বিষয় অবহিত করেছে। সেই সাথে গ্রিসের কাছে আলাদাভাবে ৮.৬ বিলিয়ন ডলারে ৪০ এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে।