Home জাতীয় তিন মাস চিকিৎসা শেষে বানর বনে অবমুক্ত

তিন মাস চিকিৎসা শেষে বানর বনে অবমুক্ত

45

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: অসুস্থ্য একটি বানরকে দীর্ঘ তিন মাস পরিচর্যা করে বনে অবমুক্ত করা হয়েছে। এই বানরটিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জালালপুর এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানা সদস্যরা। এর পর চিকিৎসা দিয়ে এটিকে সুস্থ্য করে তুলেন তার। শনিবার শেষ বিকেলে বানরটিকে টেংরাগিরি (ফাতরার বনে) অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। এসময় কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার, বন্যপ্রানী নিয়ে কাজ করা পরিবেশকর্মী কেএম বাচ্চু, ওয়াদুদ সজিব, মিরজ, মিজুসহ বনবিভাগের বনকর্মীরা উপস্থিত ছিলেন।
কুয়াকাটা বন্যপ্রানী নোঙ্গরখানার স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, গত তিন মাস আগে এই বানরটি জাল পেঁচানো আহত অবস্থায় নদীর তীর থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ্য করে এই এটিকে ফাতরার বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। শুধু বানর না মেছ বাঘ, বন বিড়াল, শিয়াল, ভোদর , সজারু, শকুন, সাপ, বেজি ও বিভিন্ন পাখিসহ বন্যপ্রাণী অসুস্থ বা আহত অবস্থায় লোকালয় পাওয়া গেলে সেসব প্রানী আমাদেও কর্মীরা উদ্ধার করে আসে। এরপর সুস্থ্য করে বনে অবমুক্ত করে দেই। ইতোমধ্যে প্রায় ১৯টি বন্য প্রাণীকে বন্যপ্রানী নোঙ্গরখানায় চিকিৎসা করে বনে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।