ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রসা বোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ।
গত ১৭ আগষ্টও এই তিন বোর্ডের পরীক্ষা হওয়া কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হিছিল।
১৭ আগষ্ট ঢাকা , ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লঅ, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে।
জানাগেছে, এ বছর আলিম পরীক্ষঅয় অংশ নিচ্ছে ৯৮ হাজার ৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।
কারিবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে ছাত্র ১লাখ ৯ হাজার ৫৭৩ ও ৪৩ হাজার ৯৬৮ জন ছাত্রী।