Home সাহিত্য ও বিনোদন তিনটি মহাদেশের ১২টি নাটক নিয়ে চট্টগ্রামে “নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২২”

তিনটি মহাদেশের ১২টি নাটক নিয়ে চট্টগ্রামে “নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২২”

37

চট্টগ্রাম অফিস: স্বাধীনতা ৫০বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলানায়তনে নান্দীমুখ আয়োজন করেছে ১০-দিনব্যাপী “ নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২২”। বাংলাদেশ, ভারত, ফ্রান্স, জাপান, মেক্সিকো, স্পেন ও সুইডেন এর ১২টি নাট্যদল তাদের প্রশংসিত প্রযোজনা সমূহ মঞ্চস্থ করবে এইবারের আয়োজনে। উৎসবের উদ্বোধন ১৭ নভেম্বর বৃহস্পতিবার, সন্ধ্যে ৫.৩০ মিনিটে। উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি সদয় জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. অনুপম সেন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নাট্যজন মঞ্চসারথী আতাউর রহমান ও ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ড. শ্রী রাজীব রঞ্জন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য গবেষক আশীষ গোস্বামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নান্দীমুখ-এর দলীয প্রদান এবং উৎসব সমন্বয়কারী অভিজিৎ সেনগুপ্ত।
দশদিন্যবাপী এই নাট্য উৎসবে ১৭ নভেম্বর গণায়ন নাট্য সম্প্রদায় (বাংরাদেশ) মঞ্চস্থ করবে উইলিয়াম শেক্সপিয়র এর অমর সৃষ্টি জুলিয়াস সিজার, ১৮ নভেম্বর লোকনাট্য দল (বাংরাদেশ) তপস্বী ও তরঙ্গিনী, ১৯ নভেম্বর Theatre Group Gumbo (Japan) Tearoom on The Border,

২০ নভেম্বর থিয়েটার শাইন (ভারত) অপেক্ষায় অপেক্ষায়, ২১ নভেম্বর সবার পথ (ভারত) শীতলপাটি, ২২ নভেম্বর নান্দীমুখ আমার আমি, ২৩ নভেম্বও La Tuba Company (Spain) Vegetarian Ofelia Ges  Lotta Gahrton Prod. (Sweden) Rangar ২৪ নভেম্বর La Company du Pas Sage (France) The Dream of a Radiculous Man & Ekkyhlema Teatre (Mexico) Macario, Starving, ২৫ নভেম্বর থিয়েটার প্ল্যাটফর্ম (ভারত) একটি সহজ খুনের গল্প, ২৬ নভেম্বর বারাসাত ক্লাপিক (ভারত) ওয়ার্ড নং-৬।
তাছাড়া আন্তর্জাতিক উৎসব উপলক্ষে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে। ১৮ নভেম্বর সকাল ১০টায় আর্ট গ্যালারী হলে “একুশ শতকের বঙ্গনাট্য : অন্য পথের খোঁজে” শর্ষিক প্রবন্ধ উপস্থাপন করবেন ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচর্য, ১৯ নভেম্বর সকাল ১০টায় “ উত্তরাধিনুকতা ও আমাদের থিয়েটার” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ২৫ নভেম্বর “সমকালীন দৃষ্টিভঙ্গিতে বরীন্দ্রনাথের নাটক” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সলিল সরকার। ২৬ নভেম্বর অনিরুদ্ধ মুক্ত মঞ্চে রয়েছে সমাপনী ও নান্দীমুখ সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রতিবছর উৎসব উপলক্ষে নান্দীমুখ নাটকের গুণীব্যক্তিদের সম্মাননা প্রদান করে আসছে। প্রতিদিন বিকেল ৫.৩০ মিনিটে মুক্তমঞ্চে রযেছে সাংস্কৃতিক অনুষ্ঠান