Home সারাদেশ তালার কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট বক্সসহ ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

তালার কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যালট বক্সসহ ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

89

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : তালার কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের পরাজিত প্যানেলের সভাপতি প্রার্থী মোড়ল আব্দুর রশিদের নেতৃত্বে ব্যালট বক্স ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে তালা থানা পুলিশের হাতে তহিদুল গাজী নামে এক ব্যক্তি আটক হয়। সরেজমিনে প্রত্যক্ষদর্শী অভিভাবকদের সূত্রে প্রকাশ গত ০৩ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য নির্বাচনের ভোট গ্রহন সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে তালা উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আতিয়ার রহমান ব্যালট বক্স ও ব্যালট পেপার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার শীলের নিকট বুঝিয়ে দিয়ে ফলাফল ঘোষনার প্রাক্কালে পুনঃ প্যানেল পরাজিত প্যানেলের সভাপতি প্রার্থী বহুল বিতর্কিত আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদের নেতৃত্বে মুক্তিযুদ্ধকালীন জালালপুর ইউনিয়ন শান্তি কমিটির চেয়ারম্যান মাস্টার তোজাম্মেল মোড়ল এর পৌত্র ও জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটুর কলেজ পড়ুয়া পুত্র ফাহিম মোড়ল এবং যুদ্ধকালীন পাটকেলঘাটা রাজাকার ক্যাম্পের জল্লাদ জামির রাজাকারের পুত্র ও একাধিক মামলার আসামী আকবর সহ ১৪/১৫ জন সন্ত্রাসী ফিল্মী স্টাইলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারকে লাঞ্চিত করে ব্যালট বক্স ও ৫০টি ভোটের ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। বিগত ম্যানেজিং কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় সদস্য ও অভিভাবক সদস্য এ প্রতিনিধিকে জানান গত শনিবার কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মুক্তিযুদ্ধকালীন তালা উপজেলা মুজিব বাহিনীর প্রধান দক্ষিণ খুলনার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মরহুম মোড়ল আব্দুস সালামের ছোট ভাই, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, তালা উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলর সদস্য, বিশিষ্ট সমাজসেবক মোড়ল নাজমুল হুদা খোকনের প্যানেল আব্দুর রশিদের প্যানেলকে পরাজিত করে পুনঃ প্যানেল জয়লাভ করায় মোড়ল আব্দুর রশিদ ক্ষিপ্ত হয়ে তাৎক্ষনিক ফলাফল বাঞ্চালের জন্য শান্তি কমিটির চেয়ারম্যানের পৌত্র ফাহিম মোড়ল ও রাজাকার ক্যাম্পের জল্লাদের পুত্র আকবর সরদারকে দিয়ে ব্যালট বক্স ছিনতাই করায়। বিগত ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য ক্ষোভের সাথে জানায় মোড়ল আব্দুর রশিদ বিগত কমিটির দুইবার সভাপতি থাকাকালীন একাধিকবার একজন শিক্ষক ও ০৩ জন কর্মচারী নিয়োগের সার্কুলার দিয়ে চাকুরী প্রার্থীদের নিকট থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকা পকেটস্থ নিয়োগ দিতে ব্যর্থ হয়। যেকারণে অভিভাবক সদস্য নির্বাচনে আব্দুর রশিদ মোড়ল এর প্যানেলে চরম ভরাডুবির জন্য তিনি ক্ষিপ্ত হয়ে ব্যালট বক্স ও ব্যালট ছিনতাই করে নির্বাচনের ফলাফল বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান জানান শনিবার ০৩ সেপ্টেম্বর জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ২টি প্যানেলে শান্তিপূর্ণ ভোট হয়। এর মধ্যে মোড়ল আব্দুর রশিদ এর পুরো প্যানেলকে পরাজিত করে নাজমুল হুদা খোকনের প্যানেল বিজয় লাভ করেন। ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার সীলগালা করে সংরক্ষণ করার জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক শীলের নিকট জমা করার সময় পরাজিত প্রার্থীর সমর্থক ব্যালট পেপারের এক বান্ডেল ছিনতাই করে নিয়ে যায়। এ সময়ে পরাজিত সভাপতি প্রার্থীর এজেন্ট তহিদুল গাজী নামে এক ব্যাক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে। শিক্ষক কর্মকর্তা আরও বলেন বিষয়টি নিয়ে আমি তালা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা হয়েছে। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার শীল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি খুবই দুঃখ জনক এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। তালা থানা ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ জানান উক্ত ঘটনায় তালা থানায় ০৩ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে এবং আটককৃত তহিদুল গাজীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।