Home জাতীয় ঢাবি’র সাবেক চীফ ইঞ্জিনিয়ার আফজাল হোসেন আর নেই

ঢাবি’র সাবেক চীফ ইঞ্জিনিয়ার আফজাল হোসেন আর নেই

33

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) মো. আফজাল হোসেন (৬২) আর নেই। ২৮ জুন সোমবার সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি,শ্বাসকষ্ট ও ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদ মরহুমের একমাত্র ছেলে। মরহুম আফজাল হোসেন মেজর (অব.) রেজাউল আলম টফির চাচাতো ভাই ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের চাচা শ্বশুর। মরহুমের বড় মেয়ে লিমা কানাডা ও মেজ মেয়ে তমা অষ্ট্রেলিয়া প্রবাসী। ছোট মেয়ে ইমা ঢাকায় একটি এনজিওতে কর্মরত রয়েছেন। সোমবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব এয়ার ভাইস মার্শাল (অব. ) খুরশিদ আলমসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তার বাড়ি সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।