Home জাতীয় ঢাবিতে ‘টেকসই উন্নয়নের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে ‘টেকসই উন্নয়নের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

74

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে ৯ ফেব্রুয়ারি বুধবার যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘টেকসই উন্নয়নের জন্য খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সুইডেন সাপোর্টেড রিসার্চ গ্রুপ (ইঅঘ:০৪) এর ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রামের আওতায় এই সেমিনার আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাবি বিজ্ঞান অনুষদ-এর সাবেক ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ। সুইডেন সাপোর্টেড রিসার্চ গ্রুপ (ইঅঘ:০৪)-এর গ্রুপ লিডার অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব সেমিনার সঞ্চালন করেন। সেমিনারে ঢাবি রসায়ন বিভাগের সাবেক চেয়ারপার্সন অধ্যাপক ড. নিলুফার নাহার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর অধ্যাপক ড. বেগম রোকেয়া, ঢাবি ভূতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন লেকচার প্রদান করেন।