Home জাতীয় ঢাকায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

39

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের নামে কোটি কোটি টাকা দুর্নীতি বন্ধ করে নদী-খালগুলো খননের দাবি জানান। পাশাপাশি হাওর অঞ্চলের গরিব খেটে খাওয়া মানুষের জন্য হাওরের ইজারা প্রথা বাতিলেরও দাবি জানান। আজ ৮ এপ্রিল সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হাওরের কৃষক ও গরিব বর্গাচাষী একফসলী ধানের ওপর নির্ভর করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা খাকলেও অনেক বাঁধের নির্মাণ কাজ শেষ হয়নি। আবার ঠিকাদাররা অনিয়ম-দুর্নীতি করে যেনতেনভাবে বাঁধ নির্মাণের ফলে দ্রুত তা ভেঙ্গে হাওরবাসীর সোনার ধান পানিতে তলিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলের নদীগুলো ভরাট হয়ে যাওয়া বন্যার অন্যতম কারণ। তাই নদীগুলো দ্রুত খনন করার দাবি করা হয় সমাবেশ থেকে। নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও পল্লী রেশনিং ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি করেন। সভায় গ্রামীণ ক্ষেতমজুরসহ গরিব মানুষের নামে বিভিন্ন বরাদ্দ লুটপাট বন্ধেরও দাবি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সম্পাদকমন্ডলীর সদস্য মোতালেব হোসেন। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন মোড়ে শেষ হয়।