Home রাজনীতি ঢাকার প্রবেশ মুখে আওয়ামীলীগ ও বিএনপিকে অবস্থান কর্মসুচির অনুমতি দেয়নি পুলিশ

ঢাকার প্রবেশ মুখে আওয়ামীলীগ ও বিএনপিকে অবস্থান কর্মসুচির অনুমতি দেয়নি পুলিশ

29

স্টাফ রিপোটার: রাজধানী ঢাকার প্রবেশ মুখে আওয়ামীলীগ ও বিএনপিকে আজকের অবস্থান কর্মসুচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শুক্রবার নয়াপল্টনে ঢাকার প্রবশেমুখে আজ সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত অবস্থান কর্মুসচি পালনের কর্মসুচি দেয় বিএনপি।
একইদিনে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামীলীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশ শেষে আজ সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত পাল্টা অবস্থান কর্মসুচি দেয় ক্ষতাসীন দল আওয়ামীলীগ।
পাল্টপাল্টি কর্মসুচির কারনে ঢাকা মহনগর পুলিশ (ডিএমপি) কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন ঢাকার প্রবেশমুখে কাউকেই অবস্থান কর্মসুচি পালন করতে দেওয়া হবেনা।
তিনি বলেন, ঢাকার প্রবেশেমুখে অবস্থান নিলে জনদুর্ভোগ বাড়বে। জনদুর্ভোগ হয় এমন কোন কর্মসুচি কাউকে করতে দেওয়া হবে না।
পুলিশের এ সিদ্ধান্তে আওয়ামীলীগ ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসুচি প্রত্যাহার করেছে। তবে, তারা রাজধানীর সকল ওয়ার্ডে সতর্ক পাহারার ঘোষণা দিয়েছে।
অপরদিকে বিএনপি ঢাকার প্রবেশ মুখে কর্মসুচি অব্যাহত রেখেছে।গতকাল রাতে বিএনপি সিনিয়র যুগ্ম সহাসচিব এড. রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে ঢাকা প্রবেশমুখে ৫টি স্থানে অস্থানের কথা জানিয়েছেন।কর্মসুচি সফলের জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছেন রিজভী।