Home স্বাস্থ্য ডেঙ্গু প্রতিরোধে টিকা দেয়ার কথা ভাবছে সরকার

ডেঙ্গু প্রতিরোধে টিকা দেয়ার কথা ভাবছে সরকার

125

ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গু ভয়াবহ অবস্থা ধারন করায় এ থেকে উত্তরনে ডেঙ্গু প্রতিরোধী টিকা দেয়ার কথা ভাবছে সরকার।এ বিষয় যথযথ কতৃপক্ষের সাথে আরোচন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্রাপক ডা. আহমেদুল কবীর। খবর আমাদের সময়.কম
তিনি জানান, ন্যাশনাল ইমিউনাইজেশনের টেকনিক্যাল মিটিংয়ে ভ্যাকসিন বিষয় কথা হয়েছে।আমরা চাইছি দ্রুত সময় ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে।
তিনি আরও বলেন, রোগীর চাপে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো টালমাটাল অবস্থা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে।নতুন আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৩১ জন।বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৯ হাজার ৪১৮ জন ।