Home বিজ্ঞান ও প্রযুক্তি ঝিনাইগাতীতে শিক্ষকদের আইসিটি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু।

ঝিনাইগাতীতে শিক্ষকদের আইসিটি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু।

27

আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিশেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প( ইউজিডিপি) সহায়তায়, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেটিভ এজেন্সি(জাইকা) অর্থায়নে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ।৩দিনের এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা, আইসিটি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার উপর দিকনির্দেশনা মূলক ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর শাহিনা আকতার প্রমুখ। উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪২জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।