ডেস্ক রিপোর্ট: দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ শনিবার দলটির সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।শনিবার বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩৩, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে মাহমুদ হাসানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।