Home জাতীয় জুরাইন রেল ক্রসিংয়ে ৪০ যাত্রীসহ আটকে পড়া ঠেলে উদ্ধার সেই ট্রাফিক পুলিশদের...

জুরাইন রেল ক্রসিংয়ে ৪০ যাত্রীসহ আটকে পড়া ঠেলে উদ্ধার সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করলে ডিএমপি কমিশনার

42

স্টাফ রিপোর্টার: রাজধানীর জুরাইনে রেললাইনের লেভেলক্রসিংয়ে আটকে পড়া ৪০ যাত্রীসহ বাস ঠেলে উদ্ধার করা সেই ট্রাফিক পুলিশদের পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম, বিপিএম (বার)। আজ মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক, এটিএসআই উওম কুমার দাস ও ট্রাফিক পুলিশ সদস্য রমজান আলীকে এ মহতী কাজের জন্য পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল ও সহকারি পুলিশ কমিশনার বিপ্লব কুমার রায়।
উল্লেখ্য, গত ৫ মে সন্ধার পরে আনন্দ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪০৩০) যান্ত্রিক ত্রুটির কারণে জুরাইন রেল লাইনের উপর উঠা মাত্র বন্ধ হয়ে যায়। চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না বলে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী কমিউটার-২২৯ নম্বর ট্রেন জুরাইনের দিকে আসছিলো। এদিকে তাৎক্ষনিক ট্রাফিক পুলিশরা পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সঙ্গে নিয়ে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেয় বাসটিকে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার ট্রেনটি জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে। এদিকে গত ২৭ এপ্রিল ঈদ মার্কেটে কেনা কাটা করতে আসা হারিয়ে যাওয়া এক শিশু কে উদ্ধার করে বাবার কাছে ফিরিয়ে দেন ওই টিআই বিপ্লব ভৌমিক।