Home শিক্ষা ও ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আপত্তকির’ অবস্থায় বহরিাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আপত্তকির’ অবস্থায় বহরিাগত আটক

114

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আপত্তিকর’ অবস্থায় দুই বহিরাগতকে আটক করেছে নিরাপত্তা শাখা। আটককৃত
দুইজন হলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উচ্চমাধ্যমিকের
শিক্ষার্থী নাজমুল হাসান শাওন ও অপরজন রওজাতুল
কুরআনিয়া মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার ঐশি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন
মুক্তমঞ্চের পিছন থেকে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন নিরাপত্তা কর্মকর্তা রাশেদুল ইসলাম রাসেল।

এ বিষয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, “বহিরাগত দুইজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে বিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থীরা আমাদের জানায়। তৎক্ষনাৎ ডিউটি অফিসার ও নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে যায় এবং তাদের আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে আসে। পরবর্তীতে অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা নিয়ে আটককৃত দুইজনকে ছেড়ে দেওয়া হয়।”

তিনি আরও বলেন,”স্কুল-কলেজে যাওয়ার নামে কিশোর-কিশোরীরা নির্জন স্থানে নানা অশালীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।এক্ষেত্রে পারিবারিক শিক্ষা এবং সচেতনতা জরুরী”।