Home শিক্ষা ও ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে লোক উৎসব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে লোক উৎসব

171

জাবি প্রতিনিধি : নব কল্পের উদ্বোধনে জাগে সদা নব সৃষ্টির আয়োজন। সে সৃষ্টি সুখের উল্লাসে পল্লবিত হয় শিল্পদেহের নব নব অঙ্গ। আর সে উল্লাসকে বুকে ধারণ করে লোক উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন নাট্যম।

বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে, ২১ ও ২২ সেপ্টেম্বর ২ দিন ব্যাপী চলবে এ উৎসব। এবারের আয়োজনে থাকছে নৃত্য, নৃত্যনাট্য এবং নাটক।

আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ এ বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে থাকবে আকাশ সরকারের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা অবলম্বনে নৃত্যনাট্য চন্ডাল কন্যা প্রকৃতি। আগামীকাল ২২ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি রোজ শুক্রবার সন্ধ্যা ৬:৩০ এ সেলিম আল দীন মুক্তমঞ্চে থাকবে খন্দকার নাসির উদ্দীনের নাট্যরূপ ও গোলাম ফারুক জয়ের নির্দেশনায় পল্লীকবি জসীম উদদীনের সোজন বাদিয়ার ঘাট নাটক এবং প্রণয় সরকারের নির্দেশনায় বাংলার ঐতিহ্যবাহী নাট্য পরিবেশনা কালিকাচ থাকবে রাত ৮:৩০ এ সেলিম আল দীন মুক্তমঞ্চ।