Home শিক্ষা ও ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

100

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নিজস্ব ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।

জাবিতে ভর্তিচ্ছুদের সেবায় রোভার স্কাউট
জানা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৬১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থীর। যেখানে সর্বমোট পরীক্ষা দিয়েছে প্রায় ৪৫ হাজার পরীক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে প্রায় ২৮ হাজার ৭৯৩ জন। সে হিসেবে এবারের ‘এ’ ইউনিটের পাসের হার ৬২ দশমিক ২২ শতাংশ। ফলাফলে ৪৪৬টি আসনের বিপরীতে ১০ গুণ বেশি পরীক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে৷

উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ জুন) ৬ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২১ জুন) মেয়েদের চার শিফটে ও আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) চার শিফটে দুই দিনব্যাপী ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।