Home রাজনীতি জাসদ মনোনীত ৭৯ জন বৈধ প্রার্থী তালিকা

জাসদ মনোনীত ৭৯ জন বৈধ প্রার্থী তালিকা

24

স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত দলীয় ৭৯ জন প্রার্থী বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন। প্রার্থী তালিকা তুলে ধরা হলো:
০১। ০০১ পঞ্চগড়-১ (ক.পঞ্চগড় সদর, খ.তেতুলিয়া এবং গ.আটোয়ারী উপজেলা) মো: ফারুক আহম্মদ, ০২। ০১১ দিনাজপুর-৬ (ক.নবাবগঞ্জ, খ.বিরামপুর, গ.হাকিমপুর এবং ঘ.ঘোড়াঘাট উপজেলা) শাহ আলম বিশ্বাস, ০৩। ০১৪ নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা) অধ্যাপক আজিজুল ইসলাম, ০৪। ০১৫ নীলফামারী-৪ (ক.সৈয়দপুর উপজেলা এবং খ.কিশোরগঞ্জ উপজেলা) মো:আজিজুল হক, ০৫। ০১৬, লালমনিরহাট-১ (ক.পাটগ্রাম উপজেলা এবং খ.হাতীবান্ধা উপজেলা) ডা. হাবিব মো: ফারুক, ০৬। ০১৮ লালমনিরহাট-৩ (লালমনিরহাট সদর উপজেলা) আজমুল হক পুতুল, ০৭। ০২১ রংপুর-৩ (ক.রংপুর সদর উপজেলা এবং খ.রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ ব্যতীত রংপুর সিটি কর্পোরেশন) সাহীদুল ইসলাম, ০৮। ০২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা) মো: গোলাম আহসান হাবিব মাসুদ, ০৯। ০৩০ গাইবান্ধা-২ (গাইবান্ধা সদর উপজেলা) গোলাম মারুফ মনা, ১০। ০৩৪ জয়পুরহাট-১ (ক.জয়পুরহাট সদর উপজেলা এবং খ.পাঁচবিবি উপজেলা) আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১১। ০৩৫ জয়পুরহাট-২ (ক.আক্কেলপুর উপজেলা, খ.ক্ষেতলাল এবং গ.কালাই উপজেলা) আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১২। ০৩৬ বগুড়া-১ (ক.সারিয়াকান্দি উপজেলা এবং খ.সোনাতলা উপজেলা) এড. হাসান আকবর আফজল হারুন, ১৩। ০৩৮ বগুড়া-৩ (ক.আদমদীঘি উপজেলা এবং খ.দুপচাঁচিয়া উপজেলা) আব্দুল মালেক সরকার, ১৪। ০৩৯ বগুড়া-৪ (ক.কাহালু উপজেলা এবং খ.নন্দীগ্রাম উপজেলা) এ কে এম রেজাউল করিম তানসেন, ১৫। ০৪০ বগুড়া-৫ (ক.শেরপুর উপজেলা এবং খ.ধুনট উপজেলা) রাসেল মাহমুদ, ১৬। ০৪২ বগুড়া-৭ (ক.গাবতলী উপজেলা এবং খ.শাজাহানপুর উপজেলা) মোঃ আব্দুর রাজ্জাক, ১৭। ০৫০ নওগাঁ-৫ (নওগাঁ সদর উপজেলা) এস এম আজাদ হোসেন মুরাদ, ১৮। ০৫৩ রাজশাহী-২ (রাজশাহী সিটি কর্পোরেশনভুক্ত এলাকা) আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ১৯। ০৫৭ রাজশাহী-৬ (ক.চারঘাট উপজেলা এবং খ.বাঘা উপজেলা) জুলফিকার মান্নান জামী, ২০। ০৫৯ নাটোর-২ (ক.নাটোর সদর উপজেলা ও খ.নলডাংগা উপজেলা) মো: শরিফুল ইসলাম (বাবু), ২১। ০৬২ সিরাজগঞ্জ-১ (ক.কাজিপুর উপজেলা এবং খ.সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:-১.মেছড়া, ২.রতনকান্দি ৩.বাগবাটি ৪.ছোনগাছা ও ৫.বহুলী) সাইফুল ইসলাম, ২২। ০৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া উপজেলা) মোস্তফা কামাল বকুল, ২৩। ০৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা) মোজাম্মেল হক, ২৪। ০৬৮ পাবনা-১ (ক.সাঁথিয়া উপজেলা এবং খ.বেড়া উপজেলার নিম্নলিখিত এলাকাসমূহ:-১.বেড়া পৌরসভা ২.হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ৩.নতুন ভারেংগা ইউনিয়ন ৪.চাকলা ইউনিয়ন ও ৫.কৈটোলা ইউনিয়ন) শেখ আনিসুজ্জামান, ২৫। ০৬৯ পাবনা-২ (ক.সুজানগর উপজেলা এবং খ.নিম্নলিখিত এলাকাসমূহ ব্যতীত বেড়া উপজেলা: ১.বেড়া পৌরসভা ২.হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ৩.নতুন ভারেংগা ইউনিয়ন ৪.চাকলা ইউনিয়ন ও ৫.কৈটোলা ইউনিয়ন) মোছা: পারভীন খাতুন, ২৬। ০৭০ পাবনা-৩ (ক.চাটমোহর উপজেলা, খ.ভাংগুড়া উপজেলা এবং গ.ফরিদপুর উপজেলা) মো: আবুল বাশার শেখ, ২৭। ০৭১ পাবনা-৪ (ক.আটঘরিয়া উপজেলা এবং খ.ঈশ্বরদী উপজেলা) মো: আব্দুল খালেক, ২৮। ০৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর সদর উপজেলা) শরিফুল কবির স্বপন, ২৯। ০৭৬ কুষ্টিয়া-২ (ক.ভেড়ামারা উপজেলা এবং খ.মিরপুর উপজেলা) হাসানুল হক ইনু, ৩০। ০৭৭ কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর উপজেলা) গোলাম মোহসীন, ৩১। ০৮০ চুয়াডাঙ্গা-২ (ক.দামুড়হুদা উপজেলা খ.জীবননগর উপজেলা এবং গ.চুয়াডাঙ্গা সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- ১.তিতুদহ ২.বেগমপুর ৩.নেহালপুর ও ৪.গড়াইটুপি) দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ, ৩২। ০৮২ ঝিনাইদহ-২ (ক.নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত ঝিনাইদহ সদর উপজেলা:- ১.নলডাঙ্গা ২.ঘোড়াশাল ৩.ফুরসুন্দি ও ৪.মহারাজপুর এবং খ.হরিণাকুন্ডু উপজেলা) ফজলুল করিম গামা, ৩৩। ০৯৭ বাগেরহাট-৩ ( ক.রামপাল উপজেলা এবং খ.মোংলা উপজেলা) শেখ নুরুজ্জামান মাসুম, ৩৪। ১০৫ সাতক্ষীরা-১ (ক.কলারোয়া উপজেলা এবং খ.তালা উপজেলা) শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলু, ৩৫। ১১১ পটুয়াখালী-১ (ক.পটুয়াখালী সদর, খ.মীর্জাগঞ্জ এবং গ.দুমকি উপজেলা) কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), ৩৬। ১১৪ পটুয়াখালী-৪ (ক.কলাপাড়া উপজেলা এবং খ.রাঙ্গাবালী উপজেলা) বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ৩৭। ১১৫ ভোলা-১ (ভোলা সদর উপজেলা) বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ৩৮। ১২৪ বরিশাল-৬ (বাকেরগঞ্জ উপজেলা) মোহম্মদ মোহসীন, ৩৯। ১২৭ পিরোজপুর-১ (ক.পিরোজপুর সদর উপজেলা, খ.নাজিরপুর উপজেলা এবং গ.ইন্দুরকানী উপজেলা) সাইদুল ইসলাম ডালিম, ৪০। ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর উপজেলা) মোঃ মঞ্জুর রহমান মজনু, ৪১। ১৪৪ শেরপুর-২ (ক.নকলা উপজেলা এবং খ.নালিতাবাড়ী উপজেলা) লাল মো: শাহজাহান কিবরিয়া, ৪২। ১৪৭ ময়মনসিংহ-২ (ক.ফুলপুর উপজেলা এবং খ.তারাকান্দা উপজেলা) এড. শিব্বির আহমেদ লিটন, ৪৩। ১৪৯ ময়মনসিংহ-৪ (ক.ময়মনসিংহ সিটি কর্পোরেশনভুক্ত এলাকা এবং খ.ময়মনসিংহ সদর) এড. নজরুল ইসলাম চুন্নু, ৪৪। ১৫০ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা উপজেলা) মোঃ শামসুল আলম খান সাংবাদিক, ৪৫। ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া উপজেলা) সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৪৬। ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল উপজেলা) রতন সরকার, ৪৭। ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল উপজেলা) এড. গিয়াস উদ্দিন, ৪৮। ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা উপজেলা) এড. সাদিক হোসেন, ৪৯। ১৬০ নেত্রকোণা-৪ (ক.মোহনগঞ্জ উপজেলা খ.মদন উপজেলা এবং গ.খালিয়াজুরী উপজেলা) মো: মসফিকুর রহমান, ৫০। ১৬৮ মানিকগঞ্জ-১ (ক.দৌলতপুর, খ.ঘিওর এবং গ.শিবালয় উপজেলা) আফজাল হোসেন খান জকি, ৫১। ১৬৯ মানিকগঞ্জ-২ (ক.সিঙ্গাইর, খ.হরিরামপুর এবং গ.মানিকগঞ্জ সদরের হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়নসমূহ) মো: রফিকুল ইসলাম সিদ্দিকী, ৫২। ১৭০ মানিকগঞ্জ-৩ (ক.হাটিপাড়া, ভাড়ারিয়া ও পুটাইল ইউনিয়নসমূহ ব্যতীত মানিকগঞ্জ সদর উপজেলা এবং খ.সাটুরিয়া উপজেলা) সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ৫৩। ১৮২ ঢাকা-৯ (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫) এড. নীলঞ্জনা রিফাত (সুরভী), ৫৪। ১৮৭ ঢাকা-১৪ (ক.ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২ এবং খ.সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) এড. মো: আবু হানিফ, ৫৫। ১৮৮ ঢাকা-১৫ (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৪, ১৩, ১৪ ও ১৬) মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ৫৬। ১৯৬ গাজীপুর-৩ (ক.শ্রীপুর উপজেলা এবং খ.গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন) জহিরুল হক মন্ডল বাচ্চু, ৫৭। ১৯৮ গাজীপুর-৫ (ক.কালীগঞ্জ উপজেলা, খ.গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড এবং গ.গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন) মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), ৫৮। ২০০ নরসিংদী-২ (ক.পলাশ উপজেলা এবং খ.নরসিংদী সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়নসমূহ: ১.আমদিয়া, ২.পাঁচদোনা ও ৩.মেহেরপাড়া) জায়েদুল কবির, ৫৯। ২০৩ নরসিংদী-৫ (রায়পুরা উপজেলা) মো: মাহফুজুর রহমান (রাহাত), ৬০। ২০৭ নারায়ণগঞ্জ-৪ (ক.নিম্নলিখিত ইউনিয়ন ব্যতীত নারায়ণগঞ্জ সদর উপজেলা:- ১.আলীরটেক ২.গোগনগর এবং খ.নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯ ও ১০) মো: সৈয়দ হোসেন, ৬১। ২১০ রাজবাড়ী-২ (ক.পাংশা, খ.কালুখালী এবং গ.বালিয়াকান্দি উপজেলা) আব্দুল মতিন মিয়া, ৬২। ২২২ শরীয়তপুর-২ (ক.নড়িয়া উপজেলা এবং খ.সখিপুর থানা, উপজেলা-ভেদরগঞ্জ) মোঃ ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), ৬৩। ২২৭ সুনামগঞ্জ-৪ (ক.সুনামগঞ্জ সদর উপজেলা এবং খ.বিশ্বম্ভরপুর উপজেলা) আবু তাহের মোঃ রুহুল আমিন (তুহীন), ৬৪। ২৩৬ মৌলভীবাজার-২ (কুলাউড়া উপজেলা) এড. বদরুল হোসেন ইকবাল, ৬৫। ২৩৭ মৌলভীবাজার-৩ (ক.মৌলভীবাজার সদর উপজেলা এবং খ.রাজনগর উপজেলা) আব্দুল মোসাব্বির, ৬৬। ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ (ক.ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং খ.বিজয়নগর উপজেলা) মো: আব্দুর রহমান খান (ওমর), ৬৭। ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) এড. আখতার হোসেন সাঈদ, ৬৮। ২৬০ চাঁদপুর-১ (কচুয়া উপজেলা) মো: সাইফুল ইসলাম সোহেল, ৬৯। ২৬১ চাঁদপুর-২ (ক.মতলব (উত্তর) উপজেলা এবং খ.মতলব (দক্ষিণ) উপজেলা) মো: হাছান আলী সিকদার, ৭০। ২৬৫ ফেনী-১ (ক.পরশুরাম খ.ছাগলনাইয়া এবং গ.ফুলগাজী উপজেলা) শিরীন আখতার, ৭১। ২৬৮ নোয়াখালী-১ (ক.চাটখিল উপজেলা এবং খ.নিম্নলিখিত ইউনিয়নসমূহ ব্যতীত সোনাইমুড়ী উপজেলা:- ১.বারগাঁও, ২.নাটেশ্বর, ৩.অম্বর নগর ও ৪.বজরা) প্রকৌশলী হারুন অর রশিদ সুমন, ৭২। ২৬৯ নোয়াখালী-২ (ক.সেনবাগ উপজেলা এবং খ.সোনাইমুড়ী উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- ১.বারগাঁও, ২.নাটেশ্বর, ৩.অম্বর নগর ও ৪.বজরা) নইমুল আহসান জুয়েল, ৭৩। ২৭২ নোয়াখালী-৫ (ক.কোম্পানীগঞ্জ উপজেলা এবং খ.কবিরহাট উপজেলা) মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, ৭৪। ২৭৫ লক্ষ্মীপুর-২ (ক.রায়পুর উপজেলা এবং খ.লক্ষ্মীপুর সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নসমূহ:- ১.উত্তর হামছাদী, ২.দক্ষিণ হামছাদী, ৩.দালাল বাজার, ৪.চর রুহিতা, ৫.পার্বতী নগর, ৬.শাকচর, ৭.টুমচর, ৮.চর রমনীমোহন ও ৯.বশিকপুর) আমির হোসেন মোল্লা, ৭৫। ২৭৭ লক্ষ্মীপুর-৪ (ক.রামগতি উপজেলা এবং খ.কমলনগর উপজেলা) মোশারফ হোসেন, ৭৬। ২৮০ চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) নুরুল আখতার, ৭৭। ২৮৭ চট্টগ্রাম-১০ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬) আনিসুর রহমান, ৭৮। ২৮৮ চট্টগ্রাম-১১ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১) মোঃ জসিম উদ্দিন, ৭৯। ২৯৩ চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) কামাল মোস্তফা চৌধুরী।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৯১জনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছিল। উপেক্ষাযোগ্য নগন্য কিছু চ্যুতিবিচ্যুর কারণে ১২জন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে। তারা সকলেই নির্বাচন কমিশনে প্রার্থীতা পুনর্বহালের জন্য আপিল করবেন।