Home সারাদেশ জামালপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্র ভাংচুর, আগুন

জামালপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কেন্দ্র ভাংচুর, আগুন

23

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ আসনের (সদর) বাঁশচড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রেজাউল করিম রেজনুর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় আলম হোসেন নামে তার এক কর্মীর বাড়ি-ঘর ভাংচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে সদরের বাঁশচড়ার কাসারু পাড়ায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলম হোসেন বলেন, রাতে হঠাৎ করে নৌকার কর্মীরা আমাদের নির্বাচনী কেন্দ্র ভাংচুর শুরু করে পরে আগুন লাগিয়ে দেয়।

এরপর আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে ভাংচুর চালিয়ে টাকা ও স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়ে যায়।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু জানান, রাতে বাঁশচড়া এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের নির্বাচনী কেন্দ্র ভাংচুর করে। এরপর তারা রেজনুর সমর্থক আলম হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন বলেন, হামলা ও ভাংচুরের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি।
অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।