Home কুটনৈতিক ও প্রবাস নিহত মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা বিদেশ যাওয়ার পথ খুঁজছেন, বিভিন্ন সংস্থায় আবেদন

নিহত মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা বিদেশ যাওয়ার পথ খুঁজছেন, বিভিন্ন সংস্থায় আবেদন

41

ডেস্ক রিপোটার: নিরাপত্তাহীনতার কারণে মুহিবুল্লাহর স্ত্রী-সন্তান, ছোট ভাই হাবিব উল্লাহর পরিবার এবং ভাগ্নে রশিদ উল্লাহসহ ১২ জন বাংলাদেশ ছাড়তে চেয়েছেন।
ইতোমধ্যে তারা তিনটি দেশের নাম উল্লেখ করে দুই ধাপে দুটি বিদেশি সংস্থা ও একটি দেশের প্রধান বরাবর আবেদন জমা দিয়েছেন।

মুহিবুল্লাহর ভাগনে এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর মুখপাত্র রশিদ উল্লাহ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের ছয় দিন পর ৫ অক্টোবর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্রে আবেদন করেন তারা। পরে স্বজনদের যুক্ত করে ১৩ অক্টোবর আবার দ্বিতীয় আবেদন করা হয়।-আমাদের সময় কম