Home সাহিত্য ও বিনোদন জামালপুর উদীচী’র সাধারন সভা অনুষ্ঠিত

জামালপুর উদীচী’র সাধারন সভা অনুষ্ঠিত

48

সুমন আদিত্য,জামালপুর: উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদের সাধারন সভা অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় জামালপুর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে এই সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে সাধারন সম্পাদকের রিপোর্ট ও কোষাধ্যক্ষের অর্থ রিপোর্ট পেশ করেন। সাধারন সম্পাদক ও কোষাধ্যাক্ষের রিপোর্ট নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। রিপোর্ট নিয়ে উদীচী সাধারন সদস্যদের আলোচনা সমালোচনার মধ্য দিয়ে পূর্নতা পায় এবং সর্বসম্মতিক্রমে সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষের অর্থ রিপোর্ট পাস হয়।
রিপোর্ট পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক সারোয়ার জাহান রবিন,সহ-সাধারন সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার,সদস্য মোস্তাফিজুর রহমান খানসহ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, উদীচী ৭২’র সংবিধানের চার নীতি আমরা মনে প্রানে ধারন করি। সমাজতন্ত্রকে ধারন করে সেই লক্ষে পৌছতে চাই। দেশে এখন নিরব একটি দুর্ভিক্ষ চলছে। সংগঠনিক আলোচনায় বক্তারা বলেন, সংগঠনকে গণ মানুষ ও গ্রামে নিয়ে যেতে হবে। উদীচী এখন গ্রামে গ্রামে যায় না বলে এটা দখল করে নিয়েছে ওয়াজ মাহফিলগুলো।