Home সারাদেশ জামালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

14

সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সদর উপজেলায় চেকপোষ্ট বসিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৯৯ বোতল ফেন্সিডিল‘সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প।

শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী।

এর আগে গতকাল রাতে জামালপুর পৌরসভার ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. মজিবর রহমান (৫৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া দড়িপাড়া এলাকায় চেকপোষ্ট করাকালীন একটি মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামে। এ সময় উক্ত মোটরসাইকেলটির চালককে তল্লাশিকালে ৯৯ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ পাঁচ হাজার ছয়শত ত্রিশ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক অবৈধ বাজার মূল্য নিরানব্বই হাজার টাকা।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।