Home সারাদেশ জামালপুরের ৫টি আসনে ২৭ প্রার্থীর ১৮ জন জামানত হারালেন

জামালপুরের ৫টি আসনে ২৭ প্রার্থীর ১৮ জন জামানত হারালেন

26

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ৫টি আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ১৮ জন প্রার্থীর। এই জেলাতে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন প্রার্থী।

নির্বাচনি আইন অনুযায়ী, সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ৫টি আসনের নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ লাখ ১ হাজার ৪৯৯ জন ভোটারের মধ্যে ১২৭টি কেন্দ্রে ২ লাখ ৪১ হাজার ১৬২ জন ভোটার ভোট প্রয়োগ করেন। যার শতকরা হার ৬০.০৭% ।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুর মোহাম্মদ ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোটপেয়ে বিজয়ী হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এসএম আবু সায়েমসহ জামানত হারিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ও তৃণমূল বিএনপির প্রার্থী মো. গোলাম মোস্তফা।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ২ লাখ ৬৪ হাজার ৯০৭ জন ভোটারের মধ্যে ৯২টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৬৩৬ জন ভোটার ভোট প্রয়োগ করেন। যার শতকরা হার ৪২.৯০% ।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া, শাহজাহান আলী মন্ডল ও তৃণমূল বিএনপির হোসেন রেজা বাবু।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৫ লাখ ১ হাজার ৮১৯ জন ভোটারের মধ্যে ১৫৩টি কেন্দ্রে ২ লাখ ৮৯ হাজার ১১১ জন ভোটার ভোট প্রয়োগ করেন। যার শতকরা হার ৫৭.৬১% ।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়ে বিজয়ী হন।

এ আসনে জামানত হারিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. নজরুল ইসলাম।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন ভোটারের মধ্যে ৮৯টি কেন্দ্রে ১ লাখ ৩৯ হাজার ৬৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন। যার শতকরা হার ৪৮.০৮ %।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

এ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী তারিখ মাহদী, তৃণমূল বিএনপির মোহাম্মদ সাইফুল ইসলাম টুকু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো. গোলাম মোস্তফা জিন্নাহ।

জামালপুর-৫ (সদর) আসনে ৫ লাখ ৪২ হাজার ৫৮০ জন ভোটারের মধ্যে ১৫৯টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র স্থগিত রাখা হয়েছে। বাকি ১৫৮ কেন্দ্র ২ লাখ ৯০ হাজার ৩৯৬ জন ভোটার ভোট প্রয়োগ করেন; যার শতকরা হার ৫৪.০২ % ।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রধানমন্ত্রী কার্যলয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে বিজয়ী হন।

এ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা‘আদাত উল করীম, জাতীয় পার্টির (জেপি) মো. বাবর আলী খান, ন্যাশনাল পিপলস পার্টির মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সাবিরুজ্জামান।