Home শিক্ষা ও ক্যাম্পাস জাবি ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

জাবি ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

747

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ইএমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুরে ঋদ্ধ বুক ক্যাফেতে ইফতার আয়োজন করেন অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যরা। ইফতার অনুষ্ঠানে শতাধিক সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে উইকেন্ড এ্যালামনাই এসোসিয়েশনের অনেক ভূমিকা রয়েছে। উইকেন্ড এ্যালামনাই এর সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে হৃদয়ে ধারণ করেন। সকলের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে এ্যালামনাই এসোসিয়েশন এগিয়ে যাবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে আজকের দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইএমবিএ অ্যালামনাই এসোসিয়েশনের যাত্রা শুরু হয়। আমরা সৌভাগ্যবান আজকে একই দিনে আবার মিলিত হতে পেরেছি। আগামীতে আরো বড় পরিসরে যাতে আমরা কাজ করতে পারি সেই আশা রাখছি।’

উক্ত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ও পরিচালক ড. মুহাম্মদ শাহনূর আলম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ মতিয়ার রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো: সোহেল পারভেজ, এইচটিএমএল লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান তাপস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ এসোসিয়েশনের রেজওয়ান, জাহিদ, মাসুদ, পিয়াল, রাজু, তারিফ, শফিকুল, কিবরিয়া, মশিউর, মার্জিয়া, আজিমুল, আল-আমিন, শোভন, অর্ক, সুমন, লুৎফর, বাদশা, ইয়াসিন, বৃষ্টি প্রমুখ।

ইফতার শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনার শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান অনুষ্ঠানটিকে সফল করার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে সান্ধ্যভোজনের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।