Home শিক্ষা ও ক্যাম্পাস জাবির ডি ইউনিটের মেয়েদের শিফটের ফল প্রকাশ, পাশের হার ৫০ শতাংশ

জাবির ডি ইউনিটের মেয়েদের শিফটের ফল প্রকাশ, পাশের হার ৫০ শতাংশ

81

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের মেয়েদের ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এ বিষয়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নূহু আলম বলেন, ‘এ’ ইউনিটে নির্ধারিত আসনের ১০ গুণ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মেয়েদের ১৫৫ আসনের বিপরীতে আবেদন করেছিল ৩৭৮৭৭ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ২৫ হাজার।’

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য জানা যাবে- https://juniv-admission.org/ju-admission-result এ ওয়েবসাইটে