Home সারাদেশ জাবির কামালউদ্দিন হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

জাবির কামালউদ্দিন হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

135

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ.ফ.ম. কামালউদ্দিন হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৭ বছর পর শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন আয়োজনের লক্ষ্যে প্রতিটি হলে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় আ.ফ.ম. কামাল উদ্দিন হলের কমনরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি জাহিদুজ্জামান শাকিল ও কর্মী সামিউল জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন হল ছাত্রলীগের ২২ জন নেতাকর্মী। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ হল ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের উপ কর্মসংস্থান ও পরিকল্পনা সম্পাদক এবং হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রত্যাশী তাওহীদুল ইসলাম জিহাদ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, মেধা বিকাশ ও যেকোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ সবসময় পাশে থাকে। পাশাপাশি নের্তৃত্ব বিকাশে আগামীর দেশ গড়ার সুতিকাগার হিসেবে গড়ে তুলতেও ছাত্রলীগের ভূমিকা অপরিসীম।’

শাখা ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ শিকদার বলেন, ‘দীর্ঘদিন পরে অনুষ্ঠিত এই সম্মেলনে সকল নেতাকর্মী উচ্ছ্বসিত হয়ে অংশগ্রহণ করেছে এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করছি আমাদের দুই অভিভাবক আমাদের সকল দাবি পূরণ করবেন। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।

শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘এ উদ্যোগ গ্রহণের জন্য শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই। এই কর্মী সভার মাধ্যমে আমি আশা করি আমার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই অভিভাবক এমন পরিশ্রমী ও স্মার্ট কর্মীর হাতে নেতৃত্ব তুলে দিবেন যারা সৃজনশীল ও গঠনমূলক রাজনৈতিক চর্চার প্রসার ঘটিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ গ্রহণযোগ্যতা অর্জন করে আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি রোল মডেল হিসেবে তৈরি করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে, দেশরত্নের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আমরা চাই হল গুলোর নেতৃত্বে আরও গতিশীলতা আসুক যাতে করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ কর্মীরা একাত্ম হয়ে সংগঠিতভাবে এই ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা হলের নেতৃবৃন্দের মাধ্যমে হলে সুলভ মূল্যে পুষ্টিকর খাবারের চাহিদা নিশ্চিত করতে চাই এবং হলে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই।’

সমাপনী বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘কর্মীসভার মাধ্যমে আমরা যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে চাই এবং আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরপর আর প্রায় সাত বছরেও জাবি শাখা ছাত্রলীগের কোন কর্মীসভা ও হল কমিটি গঠিত হয়নি।