Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতায় আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রলীগ

জাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতায় আ ফ ম কামাল উদ্দিন হল ছাত্রলীগ

155

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৯টায় জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা হয়। পরীক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শেখ কামাল ভর্তি তথ্য সহায়তা কেন্দ্রে দায়িত্ব পালন করেছে আফম কামালউদ্দিন হল ছাত্রলীগ ও জাহানারা ইমাম হল ছাত্রলীগ।

ছাত্রলীগের জয়বাংলা বাইক সার্ভিস, মাতৃদুগ্ধ কর্ণার, অভিভাবকদের বসার জায়গা, এবং পানি বিতরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থী এবং অন্যান্যদের সাহায্য সহযোগিতা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভর্তি পরীক্ষায় ছাত্রলীগের ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীদের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন সুষ্ঠভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারে তা নিয়ে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখা। প্রতিবারের ন্যায় এইবারেও আমরা জয়বাংলা বাইক সার্ভিস, মাস্ক, পানি, অভিভাবকদের বসার ব্যবস্থা করেছি এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করেছি। আমরা যেকাজ গুলো করতেছি সেগুলির দ্বারা যেন যেকোনো শিক্ষার্থী সুন্দরভাবে, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা দিতে পারে এই লক্ষ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে।‘

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চারটি টেন্ট করেছি শিক্ষার্থীদের সহায়তা করার জন্য। আমাদের অস্থায়ী মেডিকেল সেন্টার করা হয়েছে। আমরা জয়বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি। আমাদের এই কার্যক্রম গুলো সব সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশের তরুণ সমাজের জন্য বাংলাদেশ ছাত্রলীগ যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের এখানেও তরুণ শিক্ষার্থীরা যেন ভর্তি পরীক্ষা খুব সুন্দরভাবে দিতে পারে সেই লক্ষেই কাজ করে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।‘

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং কামালউদ্দিন হল ছাত্রলীগের মাসুদ রানা বলেন, ‘প্রতিবারের ন্যায় এইবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ভর্তি পরিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন উদ্যগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এই টেন্টের দায়িত্ব ছিল কামালউদ্দিন হল ছাত্রলীগের উপর। সেই সকাল নয়টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে যাব। এছাড়াও আমাদের হল ছাত্রলীগের পক্ষ থেকে মনিটরিং সেল করা হয়েছে যারা পুরো ভর্তি পরীক্ষার সময় কাজ করে যাবে। পরিক্ষার্থীদের জন্য সর্বদা নিয়োজিত থাকবে আফম কামালউদ্দিন হল ছাত্রলীগ।‘

শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও কামালউদ্দিন হল ছাত্রলীগের ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের কামালউদ্দিন হল প্রতিবারের ন্যায় এইবারও টেন্টের দায়িত্ব নিয়েছে। ভর্তি পরীক্ষার্থীদের কল্যাণে জয় বাংলা বাইক সার্ভিস দিচ্ছে আমাদের কর্মীরা। অভিভাবকদের বসার জায়গা করে দেয়া হয়েছে এবং পানি মাস্ক বিতরণ করা হয়েছে। তাছাড়া পরীক্ষার্থীদের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছে কামালউদ্দিন হল ছাত্রলীগ।‘