Home জাতীয় জাবিতে আজ থেকে শুরু ৩য় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা

জাবিতে আজ থেকে শুরু ৩য় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা

82

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে তৃতীয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। ‘Let be lightened’ এইশ্লোগানকে ধারণ করে আট দিন ব্যাপী ‘MJF-JUDO EMINENCE 2022’ আয়োজিত হচ্ছে।

বুধবার বিকাল ৫টায় টিএসসির কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে তারা জানান, প্রতিযোগিতাটি ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনটির সভাপতি ফারহান আনজুম করিম বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক

প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি”।

তিনি আরও জানান, ‘দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় এবং বিদেশের ১১টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।প্রতিযোগিতাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে

‘তৃতীয় আস্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ তারিখ। এবং ২০ই মার্চ পুরষ্কার বিতরণি এবং সমাপনী

অনুষ্ঠান আয়োজিত হবে। এবং বিতর্ক হবে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাট অনুসারে। এই প্রতিযোগিতার প্রাথমিক পর্বগুলো

অনুষ্ঠিত হবে অনলাইন মিডিয়া প্লাটফর্ম ডিস্কর্ড এবং জুমে। তবে প্রতিযোগিতার ফাইনাল হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হবে।

বিশ্বের ১৬টিদেশ থেকে প্রায় ২০০জনের বেশি বিতার্কিক এবং
বিচারক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে’।

প্রতিযোগিতার দ্বিতীয় ভাগ হচ্ছে ‘জাতীয় পাবলিক স্পিকিং

প্রতিযোগিতা’। এই প্রতিযোগিতাটি আয়োজিত হবে ১৭ই মার্চ।
সমগ্র এই আয়োজনে বাংলা প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ‘দৈনিক ইত্তেফাক’ এবং ইংরেজি প্রিন্ট মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ‘বিজনেস স্ট্যান্ডার্ড’। রেডিও পার্টনার হিসাবে থাকছে ‘ঢাকা এফএম’, অনলাইন মিডিয়া পার্টনার হিসাবে থাকছে ‘ঢাকা পোস্ট’ এবং ম্যাগাজিন পার্টনার হিসাবে থাকছে ‘অনন্যা’।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহবায়ক নূর আহম্মদ হোসেন এবং সহ-আহবায়ক তাপসী দে প্রাপ্তি, জাফর ইমাম এবং রাতুল হাসান প্রমুখ।