Home সাহিত্য ও বিনোদন জাতীয় নৃত্যনাট্য উৎসবের সমাপনী

জাতীয় নৃত্যনাট্য উৎসবের সমাপনী

30

স্টাফ রিপোটার: ২০, ২৪ ও ২৫ জুলাই তিনদিন ব্যাপী ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’ আয়োজন আপজ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে ২০ জুলাই সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হয় । আজ ২৫ জুলাই অনুষ্ঠিত হলো তার সমাপনী আয়োজন। পূর্বের মত সমাপনী দিনেও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। মায়ার খেলা, মেহের নেগার এবং রঙ্গিলা নায়ের মাঝি সহ মোট তিনটি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। বিকাল ৫টায় লুবনা মরিয়ম পরিচালিত ও সাধনা নৃতদলের পরিবেশনায় ‘মায়ার খেলা’; নিলুফার ওয়াহিদ পাপড়ি পরিচালিত ও নান্দনিক নৃত্য সংগঠনের পরিবেশনায় ‘মেহের নেগার’ এবং এনামুল হক বাচ্চু পরিচালিত ও নৃত্যবিহার এর পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘রঙ্গিলা নায়ের মাঝি’।