বিশেষ প্রতিনিধি, মেক্সিকো: মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস ১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস ২০২৩ ও বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করে।

রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা অর্ধ নমিত করনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এর পরপরই দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারী ও মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আমন্ত্রিত অতিথিদের মাঝে বাংলাদেশী খাবার পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির সমাপ্তি হয় ।