Home জাতীয় ‘জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১ম সভা অনুষ্ঠিত

‘জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১ম সভা অনুষ্ঠিত

35

ডেস্ক রিপোর্ট: ইউএনএফপিএ(UNFPA)-এর কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি(Strengthening Parliament’s Capacity in integration of Population and Development issues) প্রকল্পের আওতায় গঠিত ‘জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির ১ম সভা সাব-কমিটির আহবায়ক এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি, এমপি-এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সাব-কমিটির সদস্য ফখরুল ইমাম এমপি এবং সৈয়দা রুবিনা আক্তার এমপি অংশগ্রহণ করেন।

সভায় ‘জনসংখ্যার হুমাত্রিকতা ও যুব উন্নয়ন’ সাব-কমিটির আওতায় ২০১৭-২০২১ সাল পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণ, ইউএনএফপিএ’র ১০ ম কান্ট্রি প্রোগ্রামের (২০২২-২০২৬) আওতায় প্রণীত এসপিসিপিডি প্রকল্পে জনসংখ্যার বহুমাত্রিকতা ও যুব উন্নয়ন বিষয়ক গৃহীত কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত এবং “Transforming youth into human resources to harvest demographic dividend :Challenges and opportunities শীর্ষক আলোচনা হয়।

সভায় এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এম এ কামাল বিল্লাহ, জাকিউর রহমান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।