Home সারাদেশ জনগনের পছন্দ-অপছন্দের উপর গভীর পর্যবেক্ষণ রাখছেন প্রধানমন্ত্রী-ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর (অব:)

জনগনের পছন্দ-অপছন্দের উপর গভীর পর্যবেক্ষণ রাখছেন প্রধানমন্ত্রী-ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর (অব:)

26

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর রহমান (অব:)বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য সারা দেশে জনগনের আস্থাভাজন ক্লিন ইমেজের যোগ্য প্রার্থী চাচ্ছেন। এজন্য জনমত তৈরী করে প্রধানমন্ত্রীকে এ কাজে সহযোগিতা করাই এখন জনগনের কাজ। সঠিক তথ্য জানার জন্য তাঁর ‘রাডারস্টেশন’ খোলা আছে। জনগন যাকে চাইবে, তাকেই এবার আওয়ামী লীগ মনোনয়ন দেবে। মনোনয়নের জন্য জনগনের পছন্দ-অপছন্দের উপর গভীর পর্যবেক্ষণ রাখছেন প্রধানমন্ত্রী। গতকাল রাতে পটুয়াখালী- ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল মো.হাবিবুর রহমান (অব:) কলাপাড়া পৌর শহরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, জনগনের শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এবং মর্যাদার জন্য সুস্থ রাজনীতির চর্চা একান্ত দরকার। এজন্য সকল চাপের উর্ধে উঠে প্রয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় আর একবার সংগ্রাম করতে হবে। সুস্থ রাজনীতির জন্য সৎ , অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য ক্লিন ইমেইজের নেতৃত্ব প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন এবং এজন্য জনগনকেই তাদের চাওয়ার স্বপক্ষে জোড়ালো আওয়াজ তুলতে হবে। তাহলেই প্রধানমন্ত্রীর পক্ষে ভালো ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া সহজ হবে। ক্লিন ইমেজের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে জনগন ও মিডিয়ার সকলকে একযোগে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
এ মতবিনিময় সভায় কলাপাড়ার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।