Home জাতীয় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

48

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: লকডাউনে শ্রমজীবী মানুষদের জন্য রেশনের ব্যবস্থা, জরুরি অক্সিজেন সেবা নিশ্চিতসহ ৩ দফা দাবিতে আজ
৪ জুলাই দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অব্যাহতি গ্রুপ বিক্ষোভ সমাবেশ করেছে।সংগঠনের দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা আজ গনমাধ্যমে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করেন।
সমাবেশে কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য জিকে সাদিক।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষদের খাদ্য সহায়তা নিশ্চিত না করে লকডাউনের ঘোষণা কোন সুফল বয়ে আনছে না। গার্মেন্টস খোলা আছে , কিন্তু যানবাহন চলছে না। এটি অযৌক্তিক সিদ্ধান্ত। শ্রমিকেরা পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে। রাষ্ট্রের অমানবিক চিত্র আমাদের সামনে ফুটে উঠছে। লকডাউনের সুফল পেতে অবিলম্বে সকল শ্রমজীবী মানুষকে রেশনিং এর আওতায় আনতে হবে।