Home রাজনীতি চিকিৎসার জন্য বিএনপি নেতা আলালকে দেশের বাইরে যেতে দেয়া হয়নি

চিকিৎসার জন্য বিএনপি নেতা আলালকে দেশের বাইরে যেতে দেয়া হয়নি

54

স্টাফ রিপোটার: বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবর সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তা‌কে কোন কারন না দেখিয়েই আটকে দেওয়া হয় বলে জানান মোয়াজ্জেম হোসেন আলাল।

গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেন তিনি। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ সকালে ভারতে যাওয়ার কথা ছিল।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। আমি একজন অসুস্থ রোগী বলার পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি। ইমেগ্রেশন থেকে কোন কারন বলেননি, কোন লিখিত কাগজও দেয়নি। বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘন্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে বিদায় দেওয়া হয়েছে।