Home প্রচ্ছদ চট্টগ্রাম-১০ আসনের উপনিবাচনে ভোট গ্রহণ শুরু

চট্টগ্রাম-১০ আসনের উপনিবাচনে ভোট গ্রহণ শুরু

31

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম-১০ আসনের উপনিবাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু চয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর এলাকার ৮, ১১, ১২,১৩,১৪, ২৪,২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম ১০ আসন গঠিত।
এ আসনটিতে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে।১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৫১টি বুথে ভোট গ্রহন হচ্ছে।
নির্বাচনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন আওয়ামীলীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ( নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল), তৃণমুল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত (সোনালী আশঁ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রশিদ মিয়া ( ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম (রকেট)।
নির্বাচন ঘিরে আইশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশ ছাড়াও ৪ প্লাটুন বিজিবি এবং র্যাবের ৪টি টহল মোতায়েন করা হয়েছে।