Home সারাদেশ ঘূর্ণিঝড় “হামুন” মোকাবিলায় পায়রা বন্দরে ৫টি কমিটি গঠন

ঘূর্ণিঝড় “হামুন” মোকাবিলায় পায়রা বন্দরে ৫টি কমিটি গঠন

31

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ঘূর্ণিঝড় “হামুন” মোকাবিলায় পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ পাঁচটি দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করেছেন। কমিটিগুলো হচ্ছে ক্ষয়ক্ষতি এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ, কন্ট্রোল রুম পরিচালনা, ইমারজেন্সি রেসপন্স টিম, মেডিকেল টিম এবং বহিরাগত আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থাপনা কমিটি। এসব কমিটি সার্বক্ষনিক মনিটর করবেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পায়রা বন্দরের মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান।
এদিকে, ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ইতোমধ্যে বন্দর চ্যানেল থেকে সব জাহাজসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিজস্ব জলযান ও ইকুইপমেন্ট সমূহ সর্বোচ্চ নিরাপদ অবস্থানে রাখা হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরে মিডিয়া ইউংস ও ট্রাফিক বিভাগের উপ পরিচাল আজিজুর রহমান জানান, চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় বন্দরের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য কাজ করছি। বন্দরের জাহাজগুলো নিরাপদ স্থানে রয়েছে।