Home জাতীয় ঘূণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করেছে

ঘূণিঝড় ‘হামুন’ উপকূল অতিক্রম শুরু করেছে

26

স্টাফ রিপোটার: ঘূর্ণিঝঢ় ‘হামুন’ উপকূল এলাকা অতিক্রম শুরু করেছে। ৮-১০ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজার অতিক্রম সম্পন্ন হবে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেনে।
আবহাওয়া অফিস জানায়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।এটি আরও অগ্রসর হয়ে কুতুবদিয়া হয়ে উপকূল অতিক্রম করবে।
ঘূণিঝড় কেন্দ্রের ৫৪ কি.মি. এর মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ কি.মি. , যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কিটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত অব্যাহত রাখা হয়েছে।
উত্ত্র বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধারার ট্রলার ও নৌকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।