Home জাতীয় ঘূণিঝড় বিধিল: পায়রা ও মোংলা সাত নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর...

ঘূণিঝড় বিধিল: পায়রা ও মোংলা সাত নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর সংকেত

30

ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূণীঝড় ‘মিধিলি’ উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাাকয় অবস্থান করছে।এটি আজ শুক্রবার সকাল ৯টায় চট্গ্রাম সমুদ্র বন্দর থেকে ৪১৫ কি.মি পশ্চিম-দক্ষিনপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৯৫ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে মোংলা ও পায়রা উপকূল অতিক্রম করতে পারে। ঘূণিঝড়টির অগ্রপ্রান্ত আজ দুপুর নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে। আবহাওাবিদ মো. মনোয়ার হোসেন এতথ্য জানিয়েছেন।
পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমুহকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমুহকে চার নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ছয় নম্বর বিপদ দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হযেছে।