Home জাতীয় ঘরভাড়া ও অগ্রীম বৃদ্ধির প্রতিবাদে ফুলতলা বাজারের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ঘরভাড়া ও অগ্রীম বৃদ্ধির প্রতিবাদে ফুলতলা বাজারের ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

36

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত ফুলতলা আহমাদিয়া ফাযিল মাদ্রাসার মালিকানাধীন দোকান ঘরসমূহের ভাড়াটিয়াবৃন্দ ঘরভাড়া ও অগ্রীমবৃদ্ধির প্রতিবাদে গতকাল এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভাড়াটিয়াদের পক্ষে লিখিত বক্তব্যপাঠ করেন মোঃ আসলাম গাজী। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান ফারাজী আজিজুল হক, গাজী বাহালুল হোসেন, কাজী নজরুল ইসলাম, রানা ভূঁইয়া, ডা. গৌরাঙ্গ চৌধুরী, নিতাই চন্দ্র দাস, শেখ আবু দাউদসহ সকল ভাড়াটিয়া। বক্তৃব্যে উল্লেখ করা হয় দীর্ঘ ৫০/৬০ বছর যাবত তারা প্রতিষ্ঠানের সকল নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর মধ্যে শিকিরহাট সড়কের পাকা ড্রেন নির্মান ও করোনাকালীণ ব্যবসা মন্দাজনিত কারণে সকলে ক্ষতিগ্রস্থ। ব্যবসায়ীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা পরিচালনাসহ পরিবার পরিজন নিয়ে কোনমতে দিন পার করে আসছেন। এর উপর ঘরভাড়া, বিদ্যুৎ বিল, ইনকাম ট্যাক্স, ভ্যাট, ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, বাজারের নৈশ প্রহরী চাঁদা, ধর্মীয় অনুষ্ঠানের অনুদান প্রদান করতে হয়। কিন্তু গত ১০ নভেম্বর ২০২১ ইং তারিখে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করে একতরফাভাবে প্রতি ভাড়াটিয়াকে ৫/৬ লক্ষ টাকা অগ্রিম ধার্যসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ঘর ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর প্রতিনিধি হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ জিয়াউর রহমান গত ১৮ অক্টোবর ২০১৮ ইং তারিখে ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা গত ১০ এপ্রিল ২০১৯ ইং তারিখে উপজেলা পরিষদে বাজার বণিক কল্যাণ সোসাইটির তৎকালীণ সভাপতি মোঃ ফিরোজ জামাদ্দার ও নব-নির্বাচিত সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে কোনদিন অগ্রিম গ্রহণ না করা এবং প্রতি বছর দোকান ঘর ভাড়া ৫% হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র সুপারিশে ও প্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষসহ সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতি বছর দোকান ঘর ভাড়া ৮% হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষে চুক্তিপত্র সম্পাদিত হয়। বক্তব্যে আরও উল্লেখ করা হয় বাজারের কোন দোকান ঘরভাড়া প্রতি বছর বৃদ্ধি পায় না। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ঘর হওয়ার সুবাদে টাকার অবমুল্যায়ন জনিত কারণে প্রতি বছর ৮% হারে বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত আরোপিত হয়। এরপরও গত ১৭ জানুয়ারী ২০২২ ইং তারিখে প্রত্যেক ভাড়াটিয়াকে আলাদাভাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ডেকে নিয়ে দূর্ব্যবহার ও একতরফাভাবে অগ্রিম ধার্য করে চাপ প্রয়োগপূর্বক স্বাক্ষর গ্রহণ করে এবং দোকান তালাবদ্ধ করার হুমকি প্রদর্শন করেন। এমতবস্থায় ভাড়াটিয়ারা জানান তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন যাপন করছেন এবং উল্লেখিত পরিস্থিতি থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে ফুলতলা আহমাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম রহিমের সাথে কথা বললে তিনি জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে একতরফাভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

ফুলতলায় ৯০ পিচ ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা থানা পুলিশ গত শুক্রবার উপজেলার আলকা রেলগেট এলাকা থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলার আলকা রেলগেটের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আলকা গ্রামের মৃত হাসান আলী শেখ এর পুত্র মোঃ আলমগীর শেখ (৩২), দামোদর গ্রামের মোঃ আকবার মোড়লের পুত্র মোঃ শাহিন মোড়ল (২৮) ও দামোদর পূর্ব পাড়ার হাফিজুর রহমান ভূঁইয়ার পুত্র মোঃ হাসিবুর রহমান (প্রকাশ) ওরফে শিহাব ভুঁইয়া (২৭) দের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ০৭, তারিখ- ১১/০২/২০২২ ইং) দায়ের করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।