Home সারাদেশ গুড়ি গুড়ি বৃষ্টি ও তীব্র শীততে কাবু সাগর পাড়ের মানুষ

গুড়ি গুড়ি বৃষ্টি ও তীব্র শীততে কাবু সাগর পাড়ের মানুষ

18

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বুধবার সকালের দিকে পটুয়াখালীর কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। গুড়ি বৃষ্টি ও অতি ঠান্ডায় কাবু হয়ে পড়েছে সাগর পাড়ের মানুষ। সকাল নয়টায় সর্বনি¤œ ১১.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
এদিকে কনকনে শীত ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে খেটে-খাওয়া দিনমজুর, গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ সময়মত কাজে যেতে পারছেন না। একই সাথে ভোগান্তি পোহাচ্ছে চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা।
রিক্সা চালক খলিল বলেন, প্রচন্ড শীত তারমধ্যে আবার বৃষ্টি হচ্ছে। এ্যাইয়ার মধ্যে ক্যামনে রিক্সা চালামু। অপার এক রিক্সা চালক মোস্তফা জানান, রাস্তায় ক্ষ্যাপ নাই। তাই কামাইও নাই, পোলা মাইয়া লইয়া খামু কি হেই চিন্তায় আছি। দিন মজুর খালেক বলেন, একদিকে শীত অপরদিকে বৃষ্টি, তাই কাম করতে যাইতে পারি নাই।
কলাপাড়া উপজেলার বালিয়াতলী এলাকার তরমুজ চাষি পারভেজ মিয়া বলেন, চলতি বছর ২ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ইতিমধ্যে রোপণের কাজ শেষ হয়েছে। ঘন কুয়াশা এবং বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে বেশি বৃষ্টি হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন বলে তিনি জানান।
আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, শীতের এই অবস্থা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে এবং কুয়াশা বাড়তে পারে।