Home জাতীয় গাজীপুর সিটির মেয়র হলেন জায়েদা খাতুন

গাজীপুর সিটির মেয়র হলেন জায়েদা খাতুন

79

গাজীপুর থেকে রফিকুল ইসলাম সুজন: আলোচিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

৪৮০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এ নির্বাচনে মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।অন্যরা হলেন ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (রনি সরকার) হাতি প্রতীক, আতিকুল ইসলাম মাছ মার্কা, মো: রাজু আহমেদ গোলাপফুল, মো: হারুন-অর-রশিদ ঘোড়া ও সরকার শাহানুর ইসলাম হাতি মার্কা।
এই নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাজীপুরে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার।মোট প্রাপ্ত ভোট ৫ লাখ ৭৫ হাজার ৫০।এর মধ্যে বৈধ ভোট ৫ লাখ ৭৩ হাজার ২৫৬।বাতিলকৃত ভোট ১ হাজার ৭৯৪। ভোটের হার ৪৮.৭৫% শতাংশ।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইসি সূত্র জানায়, ৩২৯.৯০ বর্গ কিলোমিটার আয়তনের গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ৪৮০ জন প্রিসাইডিং অফিসার, ৩ হাজার ৪৯৭ জন সহকারি প্রিসাইডিং অফিসার, ৬ হাজার ৯৯৪ জন পোলিং অফিসারসহ মোট ১০ হাজার ৯৭১ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ৩৩৩টি প্রতিষ্ঠানে ৪৮০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা অত্যন্ত সন্তুষ্ট। জনগণ ও ভোটাররা সন্তুষ্ট। প্রার্থীরা সন্তুষ্ট। আপনাদের প্রতিনিধিরা (সাংবাদিক) সন্তুষ্ট।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালের ৬ জুলাই। দ্বিতীয় সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৬ জুন। এবার তৃতীয়বারের মতো আজ এ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।