Home জাতীয় গাজীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাকারী মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার দাবি

গাজীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাকারী মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার দাবি

30

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যুক্ত বিবৃতিতে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী রাবেয়া আক্তার হত্যাকারী মাদ্রাসা শিক্ষক সাইদুলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, ‘গত ৮মে রাতে মাদ্রাসা শিক্ষক সাইদুল ইসলাম রাবেয়া আক্তারের বাসায় ঢুকে তার মাথা, গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিতে এলে তার মা এবং ৩ বোনকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাবেয়ার মা মুমূর্ষু অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইদুল রাবেয়ার ছোট ২ বোনকে কোরআন পড়াতো। এক পর্যায়ে রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তা প্রত্যখ্যান করায় সাইদুলের প্রতিহিংসার বলি হতে হলো রাবেয়াকে। রাবেয়ার পরিবার শুরু থেকেই সাইদুলকে নানাভাবে বুঝানোর চেষ্টা করেছে। কিন্তু সাইদুলের লাগামহীন লালসার তাড়না নিবৃত করতে পারেনি, বরং দিন দিন তার ঔদ্ধত্ত্বের সীমা ছাড়িয়েছে।‘

নেতৃবৃন্দ আরো বলেন, ‘আজ দেশে এমন ঘটনা অহরহ ঘটে চলেছে। অপরাধীরা ক্ষমতাবানদের ছত্রছায়ায় নিরাপদে থাকলেও ভুক্তভোগী মানুষ অসহায় ও বিপন্ন জীবনযাপন করছে। কোথাও আইনের শাসন নেই। বিচারহীনতাই আজ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই অপরাধীরা প্রকাশ্যে নির্বিঘ্নে খুন বা উত্যক্ত করার সাহস পাচ্ছে। অবিলম্বে সাইদুলকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত বিচার করে দৃষ্টান্দমূলক শাস্তি দিতে হবে।‘

নেতৃবৃন্দ সকলপ্রকার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।