Home রাজনীতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামি মূল্যবোধকে সমুন্নত রেখেছেন: ইঞ্জিনিয়ার সবুর

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামি মূল্যবোধকে সমুন্নত রেখেছেন: ইঞ্জিনিয়ার সবুর

22

কুমিল্লা অফিস : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান জাতির শ্রেষ্ঠ সন্তান ও বিশ্বের অন্যতম রাজনীতিবিদ৷ তারপরও তিনি কখনো ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করেননি। এদেশের ধর্মীয় কল্যাণে আজীবন কাজ করেছেন৷ তাঁরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি মূল্যবোধকে সমুন্নত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷

আজ (শনিবার) কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা বাজার জামে মসজিদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

আবদুস সবুর বলেন, ১৯৭৫ সালের ২৮ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারি করে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।টঙ্গীতে ইস্তেমার জন্য মাঠ দিয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন৷

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তোরসূরী হয়ে ইসলামের জন্য কাজ করে চলছেন। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করেছেন। কওমি শিক্ষার স্বীকৃতিতে দিয়েছেন ‘কওমি সনদ’।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, শ্রম ও কল্যাণ সম্পাদক খোকন সরকার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসীম প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদ আলম, সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খন্দকার শাহজাহান, উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মামুন, উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান টিপুসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ৷