Home রাজনীতি খাদ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে যুব জোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খাদ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে যুব জোটের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

37

ডেস্ক রিপোর্ট: খাদ্য দ্রব্যের দাম কমানোর দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।কর্মসূচির আজ ১২ মার্চ শনিবার, সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, প্রকৌশলী হারুন-অর-রশিদ সুমন, যুগ্ম সাধারণ মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, পল্লবী থানা জাসদের সাধারণ সম্পাদক শিরীন সিকদার, যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য রেশমা হাবিব, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।

এ কর্মসূচিতে ভাষণদানকালে বক্তারা খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রনে ব্যর্থ বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ওএমএস কার্যক্রম, ট্রাকসেল বৃদ্ধি এবং রেশনিং চালুর দাবি করেন। বক্তারা বলেন, সরকার কোন ভাবেই মূল্যবৃদ্ধির দায় এড়াতে পারেনা। বাণিজ্য মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীসহ কতিপয় সরকারি কর্মকর্তাদের কাণ্ডজ্ঞান হীন কথাবার্তা বাজার সিন্ডিকেটের হোতাদের সাহস যোগাচ্ছে। বাজার সিন্ডিকেটের মূল্য সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। নেতৃদ্বয়, বাজার সিন্ডিকেট ধবংস করে বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।